সামাজিক যোগাযোগের সবচেয়ে প্রিয় মাধ্যম ফেইসবুক, কিন্তু এই ফেইসবুক বা ফেইসবুকে ছড়ানো মিথ্যা প্রজ্ঞা-পাণ্ডার কথা আমরা শুনেছি বা দেখে থাকি। কিন্তু এই মিথ্যা প্রজ্ঞা-পাণ্ডা আপনি নিজে ছড়াচ্ছেন সামান্য লাভের আশাতে। এই লাভের আসাতে আপনার ইমানের বড়ো ক্ষতি এবং নষ্ট করছেন আমল। দেখবেন অনেক জ্ঞানী বা শিক্ষিত লোকেরা বা আপনার কাছের বন্ধুরা এই ইমানি ক্ষতির বার্তা শেয়ার করছে অহরহ বা আপনাকে দিচ্ছে। যেমন দেখবেন আজ অমুকের জন্মদিন, আজ এই বিশেষ দিন, আজ নবিজির এটা, আজ রমজানের বার্তা , আজ নবিজী মেরাজে গিয়েছেন, আজ চন্দ্র গ্রহণ, আজ এসব, শেসব এসব শেয়ার করেন এবং আপনার মনের আশা পূর্ণের জন্য কাজ করেন।
এই নামটি ২০ জনকে শেয়ার করেন তাইলে আপনার ভাগ্য বদলে যাবে। এমন মিথ্যা বানোয়াট লিখা বার্তা আপনার কাছে আসবে এবং আপনি তা অন্যদের কাছে বিলিয়ে দিবেন তার অনুরধ আসবে। কিন্তু আসল সত্য নিয়ে বলছেন বিখ্যাত আলেম মুফতি রুহুল আমিন আজহারি, এটা একটা মানুষকে ধোঁকা বা বিভ্রান্তিতে ফেলার জন্য দেওয়া হয়। এটা প্রচার করে দুনিয়াবি বা আখিরাতে অথবা ভাগ্যের কোন পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে অনেকে না বুজে এটা প্রচার করে থাকেন এটা থেকে বিরত থাকাটাই উত্তম। মানুষের সকল চাওয়া পাওয়ার জন্য এক মাত্র আল্লাহের কাছে চাওয়া উচিৎ এবং তিনি সকাল কিছু দেবার মালিক।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।