আবু রেজা নদভী হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি - চট্টগ্রাম
প্রকাশিত: মঙ্গলবার ১৭ই ডিসেম্বর ২০২৪ ০৫:০২ অপরাহ্ন
আবু রেজা নদভী হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে

চট্টগ্রামের লোহাগাড়া-সাতকানিয়া এলাকার সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নদভীকে রাজধানীর আজিমপুরে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।


মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য আবু রেজা নদভীকে ঢাকার আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা, ডিবির পরিদর্শক সাজ্জাদ হোসেন, রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর জন্য আবেদন করেন। আদালত পরবর্তী শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। 


ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহের আদালত এই আদেশ দেন। এর আগে, ১৫ ডিসেম্বর রাতে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর উত্তরা থেকে আবু রেজা নদভীকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৬ ডিসেম্বর শুনানির পর, আদালত তাকে একদিনের রিমান্ডে নেয়। 


মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৮ জুলাই রাজধানীর আজিমপুর সরকারি আবাসিক এলাকায়, আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। এ ঘটনায় খালিদের বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, খালিদ হাসান সাইফুল্লাহকে গুলি করে হত্যা করা হয় এবং তার মৃত্যুর সাথে সাবেক এমপি আবু রেজা নদভী জড়িত। 


এই হত্যাকাণ্ডের পর থেকে নদভী আত্মগোপনে ছিলেন, তবে পুলিশ ও গোয়েন্দা বিভাগের তৎপরতায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়। আদালত তাকে রিমান্ডে রেখে হত্যাকাণ্ডের বিস্তারিত তদন্ত করতে পুলিশকে নির্দেশ দিয়েছে। 


এদিকে, মামলাটি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে তৎপরতা বাড়ানোর পাশাপাশি নিহত ছাত্রের পরিবারও ন্যায়বিচারের প্রত্যাশা করছে।