ছিনতাই শূন্যে নামাতে পুলিশের টহল বাড়ানোর নির্দেশ-স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: রবিবার ১৫ই ডিসেম্বর ২০২৪ ০৬:১৭ অপরাহ্ন
ছিনতাই শূন্যে নামাতে পুলিশের টহল বাড়ানোর নির্দেশ-স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশের টহল বৃদ্ধি করে রাজধানীসহ সারাদেশে ছিনতাইয়ের ঘটনা শূন্যের কোটায় নিয়ে আসতে পুলিশ বাহিনীকে নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভায় এই নির্দেশনা দেন তিনি। 


সভায় তিনি বলেন, "শেষ রাতে সাধারণত ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকে। এ কারণে পুলিশকে বিশেষভাবে নির্দেশনা দেয়া হয়েছে যাতে রাতের বেলা পেট্রোলিং বাড়ানো হয়। আমাদের লক্ষ্য, ছিনতাইয়ের ঘটনা শূন্যের কোটায় নিয়ে আসা। পুলিশ বাহিনীকে এই কাজের জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে।"


এছাড়া সভায় ডিসেম্বরের শেষ দিকে বিশেষ করে ১৬, ২৫ ও ৩১ ডিসেম্বরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তিনি জানান, এসব দিনগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর ব্যবস্থা নিতে হবে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, ২৫ ডিসেম্বর খ্রিস্টমাস এবং ৩১ ডিসেম্বর নববর্ষের আগমনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পদক্ষেপ নেয়া হবে। 


স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, "এই সবদিনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের প্রস্তুতি নিতে হবে। ১৬ ডিসেম্বরের বিজয় দিবস উদযাপনে কোন ধরনের ঝামেলা যাতে না হয়, সে জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও মজবুত করতে হবে।" 


এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, "১৬ ডিসেম্বর এবং ২৫ ডিসেম্বর নিয়ে কোনো খারাপ খবর নেই, অন্যান্য বছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে এগুলো উদযাপন হবে।" 


ইজতেমা বিষয়ে তিনি জানান, আগামী ১৮ ডিসেম্বর দুই পক্ষের সঙ্গে ইজতেমার বিষয়ে আবার বৈঠক হবে। ইজতেমা পূর্ববর্তী সময়ের মতো নিরাপত্তা ব্যবস্থা নিয়েই অনুষ্ঠিত হবে। 


এছাড়া সভায় ট্রাফিক সমস্যার বিষয়েও আলোচনা হয় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি। 


সামগ্রিকভাবে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শিগগিরই আরও কার্যকর পরিকল্পনা গ্রহণ করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।