কোস্ট গার্ডের অভিযানে উদ্ধার হলো দুটি পাইপগান

নিজস্ব প্রতিবেদক
কোস্ট গার্ড ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১২ই ডিসেম্বর ২০২৪ ০৩:৪৭ অপরাহ্ন
কোস্ট গার্ডের অভিযানে উদ্ধার হলো দুটি পাইপগান

গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযানে কয়রা থানাধীন গাবুরা ইউনিয়নের ঘাগরামারি এলাকায় একটি মাছের ঘের থেকে দুটি অবৈধ পাইপগান উদ্ধার করা হয়েছে। অভিযানে কোস্ট গার্ড স্টেশন কয়রা, নৌ বাহিনী ও পুলিশ একযোগে অংশ নেয়। 


মধ্যরাতে, আনুমানিক ২:০০ ঘটিকায় এই অভিযানটি পরিচালিত হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক জানান, মাছের ঘেরের একটি মাচাঘর তল্লাশি করে প্লাস্টিকের বস্তায় লুকানো অবস্থায় দুটি পাইপগান উদ্ধার করা হয়। তবে, অভিযানের সময় দুষ্কৃতিকারীরা উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। 


উল্লেখ্য, দুষ্কৃতিকারীরা এই অঞ্চলে অস্ত্র ব্যবহার করে নাশকতা সৃষ্টির চেষ্টা করছিল বলে তথ্য পাওয়া গেছে। উদ্ধারকৃত অবৈধ অস্ত্রগুলো এখন আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে। 


কোস্ট গার্ড এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।