আশাশুনিতে পুষ্টি কর্ম-পরিকল্পনা সভার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি উপজেলা প্রতিনিধি, সাতক্ষিরা
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১২ই ডিসেম্বর ২০২৪ ০৭:১০ অপরাহ্ন
আশাশুনিতে পুষ্টি কর্ম-পরিকল্পনা সভার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

সাতক্ষীরার আশাশুনিতে দুই দিনব্যাপী ইউনিয়ন বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) এর আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এই সভাটি আশাশুনি উপজেলা পরিষদের নব নির্মিত ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 


সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম ইনামুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গেইন কনসালটেন নিহার রঞ্জন পরামান্য, কৃষিবিদ ড. মনির উদ্দীন, প্রাণি সম্পদ কর্মকর্তা তৌহিদুজ্জামান, আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আশিক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, প্যানেল চেয়ারম্যান মুকুল প্রমুখ। 


সভায় মূলত পুষ্টি উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে আয়োডিনযুক্ত লবণ ও ফর্টিফাইড সয়াবিন তেল বিক্রয়ে ব্যবসায়ীদের পরামর্শ, খোলা তেল ও খোলা লবণ বিক্রয় না করার ব্যাপারে গাইডলাইন প্রদান করা হয়। এছাড়া, বসতভিটায় পুষ্টি সমৃদ্ধ সবজি চাষ, কিশোর-কিশোরীদের সুষম খাদ্যাভ্যাস, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সেবা, বিদ্যালয়গামী শিশুদের কৃমি নাশক খাওয়ানো, গবাদি পশুর স্বাস্থ্য সেবা সুরক্ষা এবং হাঁস-মুরগি পালনসহ পুষ্টি সংক্রান্ত নানা বিষয়ের উপর কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। 


দ্বিতীয় দিনের সভায় আশাশুনির বিভিন্ন ইউনিয়ন কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। তারা গৃহস্থালী পুষ্টি, স্বাস্থ্য সেবা, শিশুদের টিকা এবং বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য কার্যকরী পদক্ষেপ নিতে সম্মত হন। 


উপস্থিত কর্মকর্তারা জানান, এই সভার মাধ্যমে আশাশুনি উপজেলায় পুষ্টি সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি পাবে এবং আগামী দিনে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসবে স্থানীয় জনগণ। সভায় পুষ্টি বিষয়ক নানা উদ্যোগের মাধ্যমে সুস্থ ও সুষ্ঠু সমাজ গড়ার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। 


সমাপনী অনুষ্ঠানে ইউএনও কৃষ্ণা রায় তার বক্তব্যে বলেন, "পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। সরকার এবং সমাজের বিভিন্ন স্তরের সহযোগিতায় আমরা একে অপরকে সহযোগিতা করে একটি স্বাস্থ্যকর সমাজ গড়ে তুলতে পারব।"


এভাবে আশাশুনিতে পুষ্টি কর্ম-পরিকল্পনা সভার সফল সমাপ্তি ঘটেছে, যা এলাকার স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।