কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় বার্ষিক প্রতিবেদন-২০২৩ এর মোড়ক উন্মোচন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
আজ দুপুর ১২টায় উপাচার্যের কার্যালয় সভা-কক্ষে মোড়ক উন্মোচনের একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপ-রেজিস্ট্রার (প্রশাসন) চন্দন কুমার দাস।
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, বার্ষিক প্রতিবেদন প্রকাশনা, প্রস্তুত ও মুদ্রণ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া বক্তব্য প্রদান করেন।
এসময় থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হক, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং বার্ষিক প্রতিবেদন প্রকাশনা কমিটি-২০২৩ এর সদস্য-সচিব উপ-রেজিস্ট্রার (প্রশাসন) মুহাম্মদ ইব্রাহিম খলিলসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
মোড়ক উন্মোচন করে উপাচার্য বলেন, আমরা অতীতের সকল ভালো কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখবো এবং খারাপ ও অপ্রয়োজনীয় কাজ বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করবো। বার্ষিক প্রতিবেদন-২০২৩ এর প্রকাশনার সাথে সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।