চাটুকারিতা বাদ দিয়ে সাংবাদিকতার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে-ফারুক ওয়াসিফ

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শুক্রবার ৮ই নভেম্বর ২০২৪ ০৮:৫০ অপরাহ্ন
চাটুকারিতা বাদ দিয়ে সাংবাদিকতার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে-ফারুক ওয়াসিফ

**গণতন্ত্রকে এগিয়ে নিতে 


খুলনা: গণতন্ত্রকে শক্তিশালী করতে সাংবাদিকতার হারানো ঐতিহ্য পুনরুদ্ধার করার আহ্বান জানিয়েছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি বলেন, "সঠিক সাংবাদিকতা ও জবাবদিহির মাধ্যমেই গণতন্ত্র ও সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করা সম্ভব।"


শুক্রবার (৮ নভেম্বর) খুলনা জেলার সাংবাদিকদের জন্য আয়োজিত সংবাদ প্রতিবেদন ও বয়ানবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ফারুক ওয়াসিফ এসব কথা বলেন। তিনি বলেন, "গত ১৫ বছরে সাংবাদিকতা দেশ থেকে হারিয়ে গিয়েছিল, যার কারণে আমরা দেশের প্রকৃত পরিস্থিতি জানতে পারিনি। সঠিক সাংবাদিকতার অভাবে গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে, এবং ক্ষমতার অপব্যবহারও বেড়েছে।"


তিনি আরও বলেন, "১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় চারজন সাংবাদিক শহীদ হয়েছিলেন, আর গত ১৬ বছরে অন্তত ৩০ সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। দেড় হাজার সাংবাদিকের বিরুদ্ধে মামলা ও নির্যাতন হয়েছে।"


প্রধান অতিথি খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান বলেন, "সংবাদপত্র সমাজের দর্পণ, সমাজের চেহারা। সাংবাদিকদের দায়িত্ব অনেক বড়। বস্তুনিষ্ঠ সংবাদ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।" তিনি আরও বলেন, "তথ্যপ্রযুক্তির যুগে ঘন ঘন প্রশিক্ষণ অপরিহার্য, যাতে সাংবাদিকরা সঠিক তথ্য জনগণের সামনে উপস্থাপন করতে পারেন।"


এ তিনদিনব্যাপী প্রশিক্ষণে খুলনা জেলার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম সঞ্চালনায় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়।