বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের সরাইল উপজেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতাদের স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে সরাইল উপজেলার নবীন দলের উদ্যোগে এই মিছিল বের করা হয়।
মিছিলটি উচালিয়াপাড়ার মোড় থেকে শুরু হয়ে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। আনন্দ মিছিল শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. এড. নুরুজ্জামান লস্কর তপু।
এছাড়া, সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, সরাইল সদর বিএনপির সভাপতি মো. কাজল মিয়া, এবং সরাইল সদর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকারিয়া। আনন্দ মিছিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবগঠিত সরাইল উপজেলা জাতীয়তাবাদী নবীন দলের সভাপতি অনিক হোসেন মৃধা, এবং সভা সঞ্চালনা করেন নবীন দলের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সানি।
নবীন দলের সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম রানা, সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল সরাইল উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে অনিক হোসেন মৃধাকে সভাপতি এবং মো. সিরাজুল ইসলাম সানিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। নবগঠিত কমিটির সদস্য সংখ্যা ৭১।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।