বিশ্ব মানবতার মুক্তির বার্তা নিয়ে প্রিয়নবী (সা.) জন্মগ্রহণ করেন। মানবজাতিকে অজ্ঞতা, অমানবিকতা ও সর্বোপরি ‘আইয়ামে জাহিলিয়্যাতে’র নিকষ আঁধারি থেকে মুক্তি দিতেই তার আগমন। সুদীর্ঘ ৬৩ বছরের জীবনে তিনি সমগ্র বিশ্ববাসীর জন্য নিখুঁত কালজয়ী আদর্শ রেখে যান।মহানবী (সা.) এর জন্মের সাল নিশ্চিত হলেও জন্ম তারিখ নিয়ে কিছুটা মতানৈক্য রয়েছে। তবে প্রসিদ্ধ অভিমত অনুযায়ী তিনি ১২ রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন। তার পরিবার ও বংশ তৎকালীন আরবের অভিজাত ও শ্রেষ্ঠ বংশ ছিল। বাংলানিউজের পাঠকদের জন্য তার পরিবার-বংশের সংক্ষিপ্ত তালিকা দেয়া হলো।