হাকিমপুরে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, হাকিমপুর উপজেলা প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: মঙ্গলবার ২৯শে অক্টোবর ২০২৪ ০৯:৩৭ অপরাহ্ন
হাকিমপুরে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় চাল বিতরণ

দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার ২ নম্বর বোয়ালদাড় ইউনিয়নে ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় ৭২৭ জন গ্রামীণ দুস্থ নারীর মাঝে চলতি বছরের সেপ্টেম্বর মাসের চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বোয়ালদাড় ইউনিয়ন পরিষদ চত্বরে সারাদিনব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।


হাকিমপুর উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ইউনিয়নের ৭২৭ জন উপকারভোগীকে ৩০ কেজি করে সরকারি সহায়তার চাল বিতরণ করা হয়েছে। ইউপি পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হোসেন ও ইউপি সদস্য মোহাম্মদ বকুল হোসেন জানান, এই কার্যক্রম সম্পূর্ণ সরকারি নির্দেশনা অনুযায়ী সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরিচালিত হয়েছে।


উল্লেখ্য, উপকারভোগী নারীদের মধ্যে খাদ্য সহায়তা প্রদানের জন্য চাল বিতরণ কার্যক্রম চলতি বছরের বাকি তিন মাসেও অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ আশরাফুল ইসলাম, ইউপি সচিব জাহিদ হাসান, এবং অন্যান্য ইউপি সদস্যরা। তারা জানান, সরকারের এই সহায়তা স্থানীয় নারী উদ্যোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা তাদের জীবনের মান উন্নয়নে সাহায্য করবে।