দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর দিনাজপুরের হিলি বন্দরে আমদানি-রফতানির গতি বৃদ্ধির লক্ষ্যে হিলি স্থলবন্দরের আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে চারমাথা মোড়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে, যার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাকিমপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক।
সভায় সিনিয়র সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে পূর্বের কমিটির আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হয়। এরপর সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। নতুন কমিটিতে আরও ২৩ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের নাম পরবর্তীতে প্রকাশ করা হবে।
সাধারণ সভায় উপস্থিত ছিলেন বাংলাহিলি সি অ্যান্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুল, কোষাধ্যক্ষ মামুনুর রশীদ লেবু, বন্দরের ট্রাক মালিক গ্রুপের সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সম্পাদক মো. হযরত আলী সরদার, ওয়াহেদুর রহমান রিপনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
নবনির্বাচিত সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী এবং সাধারণ সম্পাদক নাজমুল হক তাঁদের প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, "হিলি স্থলবন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হওয়ায় এর আমদানি-রফতানি কার্যক্রম আরও গতিশীল করতে আমরা কাজ করব। নতুন কমিটি বন্দর সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে বন্দর কার্যক্রমের উন্নয়ন ও সমস্যাগুলো সমাধানে গুরুত্ব দেবে।"
তারা আরও জানান, বন্দরের আমদানি-রফতানির গতি বৃদ্ধির লক্ষ্যে নতুন কমিটি একত্রে কাজ করবে, যাতে দেশের অর্থনীতিতে বন্দরটির গুরুত্ব আরও বাড়ে এবং ব্যবসায়িক কার্যক্রমে সুবিধা আসে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।