ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা জয়ধরকান্দী মাঠে স্থানীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার ৭ সেপ্টেম্বর বিকেলে ফুটবল খেলার প্রধান অতিথি হিসাবে এর শুভ উদ্বোধন করেন, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপু, তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, সরাইল উপজেলার ঐতিহ্যবাহী একটি গ্রাম জয়ধরকান্দি।
জয়ধরকান্দী ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে আজ এলাকাবাসীর মিলন মেলা হয়েছে। মাদক সমাজকে যেভাবে গ্রাস করছে।এ থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। তিনি বলেন, অপসংস্কৃতি সমাজকে গ্রাস করছে।এর থেকে যুব সমাজকে বের করে মাঠে টেনে আনতে হবে।উদ্বোধনী খেলায় প্রথম অংশে স্বাগত জয়ধরকান্দী ফুটবল একাদশ ও ধর মন্ডল ফুটবল একাদশের খেলা অনুষ্ঠিত হয়।এতে জয়ধরকান্দী ফুটবল একাদশ বিজয়ী হয়।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. নরুল আমিন মাষ্টার, সরাইল রিপোর্টাস ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, উপজেলা যুবদল নেতা মো. মিজান, আহাদ মেম্বার ও শহিদসহ সদস্যবৃন্দসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।