শুভ জন্মাষ্টমী উপলক্ষে বরিশালে বিভিন্ন মন্দিরে ও বাসা বাড়িতে চলছে বিশেষ পূজা অর্চনা। তবে মহামারী করোনার কারনে প্রতি বছরের মতো এবার মঙ্গল শোভাযাত্রা বের হয়নি। তবে সোমবার সকাল থেকে বিভিন্ন মন্দিরে ভক্তদের আনা গোনা দেখা যায়। এ সময় তারা বিশ্ব শান্তির জন্য ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করেন। অনুষ্ঠিত হয় বিশেষ নামকীর্তন। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
এদিকে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কেন্দ্রীয় মন্দিরে সোমবার বেলা ১২টায় এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের চেয়ারম্যান প্রফেসর জুয়েলী বিশ্বাস। সভায় সভাপতিত্ব করেন ববির কেন্দ্রিয় মন্দির কমিটির আহবায়ক সুজন চন্দ্র পাল।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।