কানাডায় একই পরিবারের ৪ বাংলাদেশির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ৩০শে জুলাই ২০১৯ ১০:৩৭ পূর্বাহ্ন
কানাডায় একই পরিবারের ৪ বাংলাদেশির মরদেহ উদ্ধার

কানাডার টরেন্টোতে বসবাসরত এক বাংলাদেশির বাড়ি থেকে স্বামী-স্ত্রীসহ ৪ জনের লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। গত রোববার (২৮ জুলাই) রাতে এ ঘটনা ঘটেছে বলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। তবে মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ। নিহতরা হলেন, মোহাম্মাদ মনির, তার স্ত্রী মুক্তা জামান, তাদের মেয়ে ও বয়স্ক এক নারী। এ ঘটনায় মোহাম্মাদ মনিরের ২০ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন  ছেলেকে আটক করেছে পুলিশ। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

জানা গেছে, ২০০২ সাল থেকে কানাডায় বসবাস করে আসছে পরিবারটি। সম্প্রতি মনির ও মুক্তা জামানের ২৫ তম বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে তাদের বাড়িতে আয়োজিত একটি ঘরোয়া অনুষ্ঠানে অনেক বাংলাদেশি অংশগ্রহণ করেন। নিহতদের বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলায়। আটক মুনিরের ছেলে মাদকসক্ত হয়ে এ হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে ধারণা করছে পুলিশ।  

ইনিউজ ৭১/এম.আর