প্রকাশ: ২৬ জুলাই ২০২০, ০:২০
শেখ হাসিনার মতো এমন নেতা আর কোনদিনও পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন সাবেক কৃষিমন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মতিয়া চৌধুরী এমপি।
এ দিন তিনি নালিতাবাড়ী উপজেলার ৫টি ইউনিয়ন এবং নকলা পৌরসভা ও নকলা উপজেলার ৯টি ইউনিয়নে ৩ হাজার শাড়ী ও দেড় হাজার শার্ট বিতরণ করেন। এসব বিতরণী অনুষ্ঠানে শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুর রহমান, নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস, নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, নালিতাবাড়ী পৌর মেয়র আবুবক্কর সিদ্দিক, নকলা পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, আওয়ামী লীগ নেতা ফজলুল হক, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্যপরিষদ কেন্দ্রীয় নেতা গোপাল চন্দ্র সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।