
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০:৪১

সিনিয়র নেতাদের ব্যর্থতা, অবৈধ লেনদেনের সুবিধাসহ নানা অভিযোগে দাপটের সঙ্গে সাংগঠনিক কার্যক্রমসহ প্রধানমন্ত্রীর নিদের্শ অমান্য করে, সংগঠনের নিয়ম ভঙ্গ করে পদ আগলে রেখেছেন সবুজবাগ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহরিয়া।
বয়স নেই, বিবাহিত, সন্তানের জনক, কর্মজীবি যে, সে কিভাবে একটি থানার মতো গুরুত্বপূর্ণ ইউনিটের দায়িত্বে থাকে; এমনটাই প্রশ্ন নিবেদিত ছাত্রলীগের নেতাকর্মীদের মনে। যদিও এ কমিটির মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। আনিসুর রহমান আনিস ও আনিছুজ্জামান রানা এ কমিটি দিয়ে গেলেও এখনো বহাল রয়েছে কিভাবে এ ইউনিট এমনটাই প্রশ্ন সবার।

সবুজবাগ থানা ছাত্রলীগ নেতা শাহ আলী সৌরভ বলেন, ভাই বড় ভাই তো বলে,এক বাচ্চা হলে সাধারণ সম্পাদক আর দুই বাচ্চা হলে সভাপতি। এ বিষয়ে জানতে মহানগর দক্ষিণ ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসানকে কল করা হলেও তিনি কল ধরেননি। তবে নাম প্রকাশ না করার শর্তে বর্তমান মহানগর দক্ষিণ ছাত্রলীগের এক সহ-সভাপতি জানান, সবুজবাগ থানা কমিটি থাকার কোন যোগ্যতা নেই, কেন আছে জানি না, এ কমিটি আদো ভাঙবে কি না জানি না, এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন প্রেসিডেন্ট , সেক্রেটারি।
অভিযোগ রয়েছে অবৈধ লেনদেনে টিকে আছ এ নেতা। তার নেতা হওয়ার কৌশল বা পদটি ছিল অর্থের লেনদেনে। তিনি মহানগর দক্ষিণের ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করে কেন থানার সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছিলেন? অভিযোগ আছে মহানগরের সাবেক সাধারণ সম্পাদকে টাকার মাধ্যমে ম্যানেজ করে সবুজবাগ থানা ছাত্রলীগের দায়িত্ব নিয়েছিলেন এই শাহরিয়া। সেই সময় অনেক যোগ্যদের অযোগ্য করে টাকার শক্তিতে নেতা হয়ে যায় এই শাহরিয়া। যোগ্যতার দৌড়ে ইফতেখার আহমেদ পাপ্পু এগিয়ে থাকলেও নেতা হতে পারেন নি তিনি। অভিমানে ছাত্রলীগের রাজনীতি ছাড়লেও বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি ছাড়েননি পাপ্পু। কোন পদ ছাড়াই নিজের অনুসারীদের নিয়ে দলের প্রতিটি প্রোগ্রামে ব্যাপক শোডাউনসহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে সে।
অযোগ্যরা ছাত্রলীগের রাজনীতিতে নেতৃত্ব দিলে যা হয়। জানা যায় মোস্তাফিজুর রহমান শাহরিয়া শিশু কিশোর একাডেমি নামে একটি ক্লাবের কোচ ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে খেলার মাঠ দখল করে প্রশিক্ষন ক্যাম্প বানিয়েছে। যেখানে বাচ্চারা খেলতে পারে না, সেখানে কেন প্রশিক্ষন ক্যাম্প? আর এ প্রশিক্ষনের নামে পকেট ভারী হচ্ছে ছাত্রলীগ নেতা শাহরিয়ার। ছাত্রলীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করায় এ নেতার বিষয়ে জোড়ালো বা সরাসরি কোন প্রতিবাদ কেউ করতে পারছে না।
