আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রদলের সম্মেলন বাতিলের জন্য বিএনপির নেতৃত্বই দায়ি, এতে আওয়ামী লীগের কোন দায় নেই। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্মদিন “জনগণের ক্ষমতায়ন দিবস” উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ এ সমাবেশের আয়োজন করে। এতে কাদের বলেন, নিজেরা মামলা করেই ছাত্রদলের সম্মেলন বন্ধ করেছে।
তাদের নেতিবাচক রাজনীতির কারণেই এসব হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। কাদের বলেন, ভুল স্বীকার করার সৎসাহস আওয়ামী লীগের আছে। অপকর্ম করলে একমাত্র আওয়ামী লীগই ব্যবস্থা নেয়। সমাবেশে শেখ হাসিনার সব এজেন্ডা বাস্তবায়নের অঙ্গিকার করেন ওবায়দুল কাদের। এজন্য সবাইকে সততা ও শৃঙ্খলার সাথে কাজ করার পরামর্শ দেন আওয়ামী লিগের সাধারণ সম্পাদক।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।