রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি থেকে এরশাদের ছেলে রাহগির আল মাহিরকে (সাদ এরশাদ) মনোনয়ন দেওয়া হয়েছে। রোববার বিকালে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের এ তথ্য জানান। রাঙ্গা বলেন, আজ জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ডের সভা হওয়ার কথা ছিল, কিন্তু তা স্থগিত করা হয়েছে। প্রসঙ্গত, গত ১৪ জুলাই মারা যান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বাবার মৃত্যুতে শূন্য এই আসনে অংশ নিতে ৩ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সাদ এরশাদ।
আগামী ৫ অক্টোবর রংপুর-৩ আসনের উপনির্বাচনে ভোট হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী এই উপনির্বাচনের জন্য ৯ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়ার পর সেগুলো যাচাই-বাছাই হবে ১১ সেপ্টেম্বর। এরপর ১৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রাখা হয়েছে। এদিকে একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ তাদের মহাজোটের নেতা এরশাদকে আসনটি ছেড়ে দিলেও এবার প্রার্থী করেছে জেলা রংপুর জেলার সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজুকে। বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন ২০ দলীয় জোটের অন্যতম শরিক পিপলস পার্টি অব বাংলাদেশের (পিপিবি) সভাপতি রিটা রহমান।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।