খালেদার মুক্তির দাবিতে পোস্টার লাগানোর সময় তিনজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ৬ই সেপ্টেম্বর ২০১৯ ১১:০৪ অপরাহ্ন
খালেদার মুক্তির দাবিতে পোস্টার লাগানোর সময় তিনজন গ্রেফতার

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পোস্টার সাঁটানোর সময় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর পল্লবীতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দেয়ালে পোস্টার সাঁটানোর সময় তাদের গ্রেফতার করা হয়।

এদিকে দলের পক্ষ থেকে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- আবুল কালাম, নাদিম এবং ইদ্রিস। জানা যায়, ওই দিন গভীর রাতে একটি গলিতে দলের ৩ জন আলাদাভাবে পোস্টার লাগাচ্ছিলেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগের লোকজন তাদের আটক করে পুলিশে দেয়।

প্রসঙ্গত, রিজভী বৃহস্পতিবার রাতভর মিরপুর ও পল্লবী এলাকায় ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ উৎকীর্ণ পোস্টার সাঁটিয়েছেন। তার আগের রাতে উত্তরায় তিনি পোস্টারিং করেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব