
প্রকাশ: ২৮ মে ২০১৯, ২:৩৯

কারাবিধি অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ইফতারে বরাদ্দ মাত্র ৩০ টাকা। এই টাকা দিয়ে পাওয়া খাবার দিয়েই প্রতিদিন ইফতার করতে হচ্ছে তাকে। দলীয় চেয়ারপারসনের এই কষ্টকর অভিজ্ঞতায় ব্যথিত বিএনপি তার প্রতি সম্মান জানাতে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদেরও আজ ৩০ টাকার সমমূল্যের খাবার দিয়ে ইফতার করিয়েছে। মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় ইস্কাটন লেডিস ক্লাবে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রাজনৈতিক নেতাদের সম্মানে খালেদা জিয়ার পক্ষ থেকে এই ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। ৩০ টাকার ইফতারে আইটেম হিসেবে ছিল ছোলা, বেগুনি, পেঁয়াজু, খেজুর, আলুর চপ, মুড়ি ও পানি।

মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আমরা এই আয়োজন করেছি। খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি সংগ্রাম করেছেন বলে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, আজকে সেই নেত্রীকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে। তিনি আরও বলেন, আজকের ইফতার ও দোয়া সবটুকু নিবেদন করতে চায় খালেদা জিয়া, হাজার হাজার নেতাকর্মী যারা কারাগারে বন্দি আছেন তাদের প্রতি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব