বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি, সংসদ সদস্য রাশেদ খান মেনন সস্ত্রীক ওমরাহ করার জন্য সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। বুধবার (৩ এপ্রিল) রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
ওয়ার্কার্স পার্টির দলীয় অফিস সূত্র জানায়, রাশেদ খান মেনন ও তার স্ত্রী লুত্ফুন্নেসা খান ওমরাহ করতে গেছেন। বুধবার রাতে বাংলাদেশ বিমানের (বিজি ০৩৫) ফ্লাইটে জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ওমরাহ হজ শেষে আগামী ১১ এপ্রিল ঢাকা ফিরবেন তারা।
বাম রাজনীতিবিদ রাশেদ খান মেননের বিরুদ্ধে সম্প্রতি ধর্ম অবমাননার অভিযোগ এনেছে হেফাজতে ইসলাম। তবে সেই অভিযোগের মধ্যেই তিনি ওমরাহ করতে সৌদি আরব গেলেন। মেননের স্ত্রী লুত্ফুন্নেসা খান জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।