বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দুদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপিতে বলা হয়, খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ৫ এপ্রিল (শুক্রবার) দেশব্যাপী জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে স্বেচ্ছাসেবক দল।
এ ছাড়া পর দিন ৬ এপ্রিল (শনিবার) সারা দেশের মহানগরগুলোতে একই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। কর্মসূচি সফল করার জন্য সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।