ঢাকা উত্তর সিটির উপ-নির্বাচনে বিজয় নয় বরং অংশগ্রহণ করাটাই জাতীয় পার্টির মুখ্য উদ্দেশ্য ছিল বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক মশিউর রহমান রাঙ্গা। রোববার (৩ মার্চ) রংপুরে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি। জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মশিউর রহমান রাঙ্গা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের ক্যান্সার না হলেও ওনাকে এর আগে যে ওষুধটা দেয়া হয়েছিল তা মূলত ব্যবহার হয় ক্যান্সারের জন্য। এ দোষটা সম্পূর্ণরূপে ভারতের।
উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বেশ কয়েকদিন ছুটিসহ নানা কারণবশত এবং আবহাওয়া খারাপ থাকার কারণে আমাদের কর্মীরা অনেকেই চলে গিয়েছিল ঢাকার বাইরে বিভিন্ন জায়গায়। আমি নিজেও কোথাও নির্বাচনী প্রচারণায় যাই নি। এ সময় নির্বাচনে এটা কি ওয়াক ওভার দেয়ার কৌশল কিনা সংবাদমাধ্যম কর্মীদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণই ছিল আমাদের মুখ্য উদ্দেশ্য। আমরা খুব বেশি আশাবাদী ছিলাম না যে আমরা জিতবো।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।