
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১৬:২

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার কিছু আগে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় মোটরসাইকেলযোগে আসা দুই হামলাকারী রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার বাম কানের নিচে লাগে এবং মাথার ভেতর রয়ে যায়।
