প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১৯:২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোট চুরি ও ভোটকেন্দ্র দখল প্রতিরোধে সর্তকতা অবলম্বন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নে অনুষ্ঠিত উঠান বৈঠকে বলেছেন, ‘জুলাই আন্দোলনের সময় যারা রাজপথে নেমেছিল, তারাই এবার ভোটকেন্দ্র পাহারা দেবে। কোনো রাজনৈতিক নেতার প্রয়োজন নেই।’
