
প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ১১:১৯

যুক্তরাজ্য থেকে ঢাকায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি ভিআইপি গেট দিয়ে বের হয়ে সরাসরি এভারকেয়ার হাসপাতালে রওনা হন। বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, “সকাল ১০টা ৪৫ মিনিটে ফ্লাইট অবতরণ করেছে। ম্যাডাম সরাসরি এভারকেয়ার যাবেন খালেদা জিয়ার হালনাগাদ শারীরিক পরিস্থিতি জানতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি যাচাই করতে।”
