
প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী চূড়ান্ত করার ধারাবাহিকতা অব্যাহত রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও ৩৬টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর মাধ্যমে এ পর্যন্ত মোট ২৭৩ আসনে প্রার্থী চূড়ান্ত করল দলটি।
