
প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ১৮:১৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে মৌলভীবাজার জেলার সাতটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) লটারির মাধ্যমে নতুন করে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) জারি করা প্রজ্ঞাপনে পদায়নকৃত কর্মকর্তাদের নামের পাশে ‘প্রস্তাবিত’ শব্দটি উল্লেখ করা হয়। নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ের প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাসের অংশ হিসেবেই এই উদ্যোগ বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
