
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১৭:৫৬

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম। তিনি বলেছেন, “আগে গণভোট, পরে জাতীয় নির্বাচন, না হলে নির্বাচন হবে না।” শুক্রবার (১৪ নভেম্বর) সকালে নোয়াখালী পৌরবাজারে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বাজার চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
