প্রকাশ: ৮ জুলাই ২০২৫, ১৯:২৪
জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক স্মরণসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মন্তব্য করেন, যারা পিআর (আনুপাতিক প্রতিনিধি পদ্ধতি) পদ্ধতিতে নির্বাচন চায়, তারা আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। তিনি বলেন, জনগণ এসব ষড়যন্ত্র বুঝে ফেলেছে এবং তা সফল হতে দেবে না। মঙ্গলবার (৮ জুলাই) তিনি স্মরণসভায় এসব কথা বলেন।
দুদু বলেন, যারা আওয়ামী লীগকে ফেরাতে চায়, তারা অন্ধকারের শক্তিকে ফিরিয়ে আনতে চায়। তাই পিআর পদ্ধতি নিয়ে যারা কথা বলছেন, সেটি নতুন ফাঁদ ছাড়া কিছু নয়। এটি জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার একটি ষড়যন্ত্র। তিনি বলেন, এই চক্রান্ত সফল হবে না।
তিনি আরও বলেন, এই আন্দোলন গত বছর শুরু হয়নি, এটি প্রায় ১৫-১৬ বছর ধরে চলমান এক লড়াই। এটি স্বৈরাচার উৎখাত, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকারের জন্য আন্দোলন। তিনি জনগণের প্রতি আহ্বান জানান, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে।
শামসুজ্জামান দুদু বলেন, যদি কেউ পিআর পদ্ধতি চালু করতে চায়, তাহলে তাদের সোজাসুজি জাতির সামনে এসে নিজেদের রাজনৈতিক প্রস্তাব উত্থাপন করে নির্বাচন করতে হবে এবং জয়লাভ করতে হবে। পিআর পদ্ধতি কোনোভাবেই বিএনপির বা রাষ্ট্রের ওপর চাপিয়ে আদায় করা যাবে না।
স্মরণসভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, কৃষক দলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদী, এবং কে এম রকিবুল ইসলাম রিপনসহ অন্যান্য রাজনৈতিক নেতারা বক্তব্য দেন।
এই স্মরণসভায় বক্তব্যগুলো ছিল দেশের গণতন্ত্র, স্বাধীনতা এবং ভোটাধিকার রক্ষায় চলমান সংগ্রামের পুনরাবৃত্তি ও জোরালো প্রতিশ্রুতি। আগামী নির্বাচনে জনগণের শক্তিকে সম্মান করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করা হয়।