প্রকাশ: ৩১ মে ২০২৫, ২১:৪০
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেছেন, ছাত্রদল যদি বর্তমানের সহিংস আচরণ থেকে সরে না আসে, তবে আগামী দিনের রাজনীতিতে বাংলাদেশে টিকে থাকা তাদের জন্য কঠিন হয়ে পড়বে। তিনি অভিযোগ করেন, ছাত্রদল একদিকে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে এবং অন্যদিকে সামাজিক মাধ্যমে সেই হামলার পক্ষে সাফাই গাইছে।
আজ শনিবার (৩১ মে) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন এস এম ফরহাদ। সারাদেশের বিভিন্ন ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করে সংগঠনটির ঢাকা মহানগর উত্তর শাখা।
তিনি বলেন, গত ১৫ বছরে ছাত্রদলসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছে। তাই তাদের কাছ থেকে ভিন্ন আচরণ আশা করাটাই স্বাভাবিক ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে ছাত্রদলের কর্মকাণ্ড সেই প্রত্যাশাকে হতাশায় পরিণত করেছে।
এস এম ফরহাদ আরও বলেন, ছাত্রদলের প্রতি আমাদের এক ধরনের সহানুভূতি রয়েছে। কারণ, দীর্ঘ আন্দোলনের সময়ে আমরা একে অপরের সহযোদ্ধা ছিলাম। সেই সহানুভূতি থেকেই আমরা আহ্বান জানাচ্ছি— আপনারা নিজেদের মধ্যে যারা অপরাধের সঙ্গে জড়িত তাদের বহিষ্কার করুন এবং শাস্তি নিশ্চিত করুন।
তিনি অভিযোগ করেন, ছাত্রদল ফেসবুকে তাদের সহিংসতার ঘটনাগুলো জাস্টিফাই করার চেষ্টা করছে। এমনকি নারী নির্যাতনের মতো গুরুতর অভিযোগকেও তারা তুচ্ছ ঘটনা হিসেবে উপস্থাপন করছে। গতকাল একদিনে নারী নির্যাতনের তিনটি ঘটনা ঘটেছে, অথচ তারা বলছে, আমরা এসব নিয়ে অযথা মাতামাতি করছি।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির একটি নির্দেশনার প্রসঙ্গ তুলে ফরহাদ বলেন, সেখানে বলা হয়েছে ‘শিবিরের ওপর দায় দিয়ে দাও’। তিনি ছাত্রদলের নেতাকর্মীদের সেই ভুল পথে না হাঁটার আহ্বান জানান।
মানববন্ধন থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, যেমনটি ছাত্রলীগকে ১৫ জুলাই হুঁশিয়ার করা হয়েছিল, তেমনি এখন ছাত্রদলকেও হুঁশিয়ার করছি। যদি তারা আবারও চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসের রাজনীতিতে ফিরে যায়, তাহলে ছাত্রজনতার প্রতিরোধের মুখে তাদের রাজনীতি শুধু ক্যাম্পাসেই নয়, দেশজুড়ে হুমকির মুখে পড়বে।
এস এম ফরহাদ বলেন, ৫ আগস্টের পর দেশের শিক্ষার্থীরা অন্যায়ের বিরুদ্ধে যে অনুভূতি দেখিয়েছে, সেটিকে ভয় পেতে হবে। ছাত্রদল যদি ভয় না পায়, তাহলে রাজনীতি করার জায়গা খুঁজে পাবে না।