প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৯:৫১
আন্তর্জাতিক শ্রমিক দিবস ঘিরে রাজধানী ঢাকা রাজনৈতিক সমাবেশে সরগরম হয়ে উঠছে। ১ মে সরকারি ছুটির সঙ্গে শুক্র ও শনিবার মিলিয়ে টানা তিনদিনের ছুটি পাচ্ছে দেশের জনগণ। এই দীর্ঘ ছুটিকে ঘিরে রাজনৈতিক দল ও ধর্মভিত্তিক সংগঠনগুলো পৃথকভাবে আয়োজন করেছে চারটি বড় সমাবেশ, যার ফলে শহরের জনজীবন ও নিরাপত্তা ব্যবস্থায় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।