প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১৭:২৩
জাতীয় নির্বাচনের ব্যাপারে জামায়াতে ইসলামী তাদের আস্থা প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রতি রাখতে চায় বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। সভায় তিনি বলেন, জামায়াত মনে করে যে, জাতীয় নির্বাচনের জন্য ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে সময় উপযুক্ত হবে এবং ডিসেম্বর কিংবা এপ্রিল মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে তা হবে সবচেয়ে উপযোগী সময়।