আওয়ামী লীগের শীর্ষস্থানীয় ১০ জন নেতার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) মাধ্যমে ইন্টারপোলের কাছে আনুষ্ঠানিকভাবে রেড নোটিশের আবেদন পাঠানো হয়েছে।
রেড নোটিশের আবেদন করা বাকি ব্যক্তিরা হলেন- সাবেক মন্ত্রী একে এম মোজাম্মেল হক, হাছান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, ফজলে নূর তাপস, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নসরুল হামিদ বিপু, আলী আরাফাত ও তারেক আহমেদ সিদ্দিকী।
প্রসিকিউশন টিমের দাবি, এদের প্রত্যেকের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক হত্যাকাণ্ড, নির্যাতন ও দুর্নীতিসহ নানা অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এর পর থেকে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হতে থাকে।
সরকার পরিবর্তনের পর আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ তদন্তে উঠে আসে বলে জানায় প্রসিকিউশন টিম।
এ প্রসঙ্গে প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, দেশের আইনের বাইরে গিয়ে যারা জনগণের বিরুদ্ধে অপরাধ করেছে, তাদের আইনের আওতায় আনা হবে। এ লক্ষ্যেই ইন্টারপোলের সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।
এদিকে ইন্টারপোলের রেড নোটিশের আবেদনের খবরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে দলটির একাধিক নেতারা এ ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছেন বলে জানা গেছে।