ঢাবি'র বহিষ্কৃতদের তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের সাদ্দাম-ইনানসহ আছে যারা

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: মঙ্গলবার ১৮ই মার্চ ২০২৫ ০৫:৩৮ অপরাহ্ন
ঢাবি'র বহিষ্কৃতদের তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের সাদ্দাম-ইনানসহ আছে যারা

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২৮ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ব্যাপারে মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বহিষ্কৃত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে।


বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান, ও ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা রয়েছেন। তাদের মধ্যে কিছু শিক্ষার্থী এখনও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, আবার কিছু শিক্ষার্থী কয়েক বছর আগে অনার্স-মাস্টার্স শেষ করেছেন। তালিকায় ১২৮ জনের নাম রয়েছে, যার মধ্যে ছাত্রলীগের বিভিন্ন শাখার নেতাকর্মীসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও আছেন।


ঢাবি প্রশাসন জানায়, এই পদক্ষেপের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. তাজমেরী এস ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি অভিযোগের সত্যতা যাচাই করবে এবং তাদের প্রতিবেদন অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, ‘‘আমরা ইতিমধ্যে ১২৮ জনকে সাময়িক বহিষ্কার করেছি এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’’ তিনি আরও জানান, ‘‘তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই আমরা তাদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।’’


এছাড়া, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, যে সকল শিক্ষার্থীরা হামলায় জড়িত ছিল, তাদের একাডেমিক সনদ বাতিলের সুপারিশ করা হয়েছে। তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, ১৫ জুলাই হামলার সবচেয়ে খারাপ দিক ছিল নারী শিক্ষার্থীদের ওপর হামলা, বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার এবং ঢাকা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে আহত শিক্ষার্থীদের ওপর হামলা। এমনকি, আহত শিক্ষার্থীদের চিকিৎসায় বাধা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।


বহিষ্কৃত ছাত্রদের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ রয়েছে, যার মধ্যে হামলার পাশাপাশি চিকিৎসায় বাধা প্রদান এবং আহতদের ওপর সহিংসতা করা হয়েছে। এসব ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।


এদিকে, এই বহিষ্কারাদেশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশে কিছুটা উত্তেজনা বিরাজ করছে এবং এর প্রভাব শিক্ষার্থীদের মধ্যে দেখা যাচ্ছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে, যেকোনো ধরনের সহিংসতা এবং নৈরাজ্যকারী কার্যক্রমের বিরুদ্ধে তারা কঠোর অবস্থানে থাকবে।