মেহেরপুরের গাংনীতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে এমন শিক্ষার্থীদের খোঁজখবর নিতে তাদের বাড়িতে যাচ্ছেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা।
ইউএনওর এমন ব্যতিক্রমধর্মী হোম ভিজিটকে সাধুবাদ জানিয়েছে শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের অভিভাবকরা।
দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রীতম সাহা শুধু প্রশাসনিক কাজেই সীমাবদ্ধ থাকেননি, বরং উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ নানামুখী ক্ষেত্রে মান উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে গ্রহণ করেছেন একাধিক ব্যতিক্রমী কার্যক্রম। তারই অংশ হিসেবে তিনি শুরু করেছেন ‘হোম ভিজিট’ কার্যক্রম।
চলতি মাসের শুরু থেকেই প্রতিদিন তিনি উপজেলার বিভিন্ন এলাকার পরীক্ষার্থীদের বাড়িতে যাচ্ছেন। খোঁজখবর নিচ্ছেন ও শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে অভিভাবকদের পরামর্শ দিচ্ছেন।
এমন একটি উদ্যোগে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তুষ্টি প্রকাশ পেয়েছে। একজন ইউএনওর এমন সরাসরি সম্পৃক্ততা নিঃসন্দেহে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন তারা।
গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক বলেন, দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি, ইউএনও মহোদয়ের এই উদ্যোগ নিঃসন্দেহে শিক্ষাক্ষেত্রে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তার হোম ভিজিট কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয় ও গ্রহণযোগ্য।
ইউএনও প্রীতম সাহা বলেন, পরীক্ষায় অংশগ্রহণ করবে এমন শিক্ষার্থীদের উৎসাহ প্রদান তাদের পড়াশোনা মনিটরিং এবং শিক্ষার প্রতি মনোযোগ বৃদ্ধি করতেই আমার এই হোম ভিজিট। শিক্ষার্থীরা যদি বইমুখী হয়, নিয়মিত পড়াশোনা করে, তাহলে তারা ভবিষ্যতে আরও ভালো করবে। এ কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।