কৃষক দলের নেতার আত্মহত্যা, চিরকুটে দায় চাপালেন বিএনপি নেতাদের

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২০শে ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫০ পূর্বাহ্ন
কৃষক দলের নেতার আত্মহত্যা, চিরকুটে দায় চাপালেন বিএনপি নেতাদের

নওগাঁর ধামইরহাটে চিরকুট লিখে কৃষক দলের ওয়ার্ড সভাপতি মামুনুর রশীদ বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি মৃত্যুর জন্য স্থানীয় বিএনপি ও কৃষক দলের কয়েকজন নেতাকে দায়ী করেছেন। বুধবার নিহতের স্ত্রী খাদিজা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। মামুন উপজেলার জাহানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয় কৃষক দলের সভাপতি ছিলেন।  


চিরকুটে মামুন উল্লেখ করেন, আমাইতাড়া বাজার কেবল নেটওয়ার্ক ব্যবসায়ী ও বিএনপি সমর্থক হানজালার নির্দেশে এবং শামীমের কথামতো কৃষক দলের উপজেলা সভাপতি তরিকুল ইসলাম, পৌর কৃষক দলের সভাপতি আরমান হোসেন রিপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ও বাবুল ভাইকে বিভিন্ন সময়ে মোট ৬৫ হাজার টাকা দিয়েছেন। টাকা নিয়েও কাজ না হওয়ায় তাদের দায়ী করে তিনি আত্মহত্যা করেন।  


স্ত্রী খাদিজা বেগম জানান, সোমবার রাতে স্থানীয়রা মামুনকে বাড়ির কাছাকাছি মাঠে পড়ে থাকতে দেখেন। গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাকে জয়পুরহাট সদর হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় সেখানেই তার মৃত্যু হয়। বুধবার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তিনি স্বামীর মৃত্যুর জন্য দায়ীদের বিচার দাবি করেছেন।  


স্থানীয়রা জানান, বরেন্দ্র ডিপ টিউবওয়েলের নিয়োগের নামে কারা যেন ৭০ হাজার টাকা নিয়েছে। ১২ ফেব্রুয়ারি নিয়োগ হওয়ার কথা থাকলেও তা না হওয়ায় মামুন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ধারণা করা হচ্ছে, এ কারণেই তিনি আত্মহত্যা করেছেন। চিরকুটে অভিযুক্তদের শাস্তির দাবি করেছেন এলাকাবাসী।  


অভিযুক্ত হানজালা মুঠোফোনে জানান, তিনি ডিপ টিউবওয়েলের বিষয়ে কারও কাছ থেকে টাকা নেননি বা কাউকে টাকা দিতে বলেননি। তার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি।  


এ বিষয়ে ধামইরহাট থানার ওসি রাইসুল ইসলাম জানান, মামুন বগুড়া মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের ময়নাতদন্তের জন্য বগুড়ায় পাঠানো হয়েছে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  


এলাকাবাসীর দাবি, মামুনুর রশীদের মৃত্যুর পেছনের আসল কারণ উদঘাটন করতে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তারা চিরকুটের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। মামুনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।