বাংলাহিলি পাবলিক ক্লাব ও লাইব্রেরির নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: বুধবার ১৯শে ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৩৫ অপরাহ্ন
বাংলাহিলি পাবলিক ক্লাব ও লাইব্রেরির নতুন কমিটি গঠন

দিনাজপুরের হাকিমপুর হিলিতে ঐতিহ্যবাহী বাংলাহিলি পাবলিক ক্লাব ও লাইব্রেরি এবং যুব সংঘের সাধারণ অধিবেশনে নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টায় বাংলাহিলি বাজারস্থ পাবলিক ক্লাব ও লাইব্রেরি এবং যুব সংঘের নিজস্ব কার্যালয়ে এই সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় বাংলাহিলি পাবলিক ক্লাব ও লাইব্রেরি এবং যুব সংঘের আহবায়ক মোঃ ফেরদৌস রহমান সভাপতিত্ব করেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব আরমান আলী প্রধান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর হিলি পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরিদ খান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুল, হিলি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম রাব্বানীসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।


আলোচনা সভা শেষে, উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে পূর্বের আহবায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। দ্বিতীয় পর্বে সকল সদস্যদের সম্মতিক্রমে ৩ বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি পদে নির্বাচিত হন মোঃ মুরাদ ইমাম কবির, যমুনা টেলিভিশনের হিলি প্রতিনিধি, এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মোঃ আরমান আলী প্রধান।


কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ আসলাম আলী, সহ সাধারণ সম্পাদক মোঃ রিপন হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালেক, কোষাধ্যক্ষ মোঃ ফেরদৌস রহমান, আন্তঃ ক্রীড়া বিষয়ক সম্পাদক আরমান আলী, দপ্তর সম্পাদক ইব্রাহিম হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিঠু মিয়া, এবং আরও ১৭ সদস্যর সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়।


নবনির্বাচিত সাধারণ সম্পাদক আরমান আলী প্রধান বলেন, "বাংলাহিলি পাবলিক ক্লাব ও লাইব্রেরি এবং যুব সংঘ হিলির ঐতিহ্যবাহী সংগঠন। হিলি বাজারের অধিকাংশ ব্যবসায়ী এই সংগঠনের সদস্য। তাদের বিভিন্ন সুযোগ সুবিধা এবং ক্লাবের উন্নয়নে সকলের সাথে পরামর্শ করে কাজ করবো ইনশাআল্লাহ!"


এ নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদী হিলির নাগরিক সমাজ। একে অপরের সহযোগিতায় সংগঠনটি আগামী দিনে আরও কার্যকরভাবে হিলির উন্নয়ন কাজ করে যাবে বলে আশা করা যাচ্ছে।