হিলিতে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: শুক্রবার ২১শে ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৯ অপরাহ্ন
হিলিতে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা

মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলিতে প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। এরপর মুক্তিযোদ্ধা, পুলিশ, পৌরসভা, হিলি প্রেসক্লাব, হিলি শুল্ক স্টেশন, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।  


সকালে নারী উদ্যোক্তা, শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এ উপলক্ষে ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া দুপুরে বাদ জুমা মসজিদ, মন্দির ও গির্জায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।  


বিকেলে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, সার্কেল এএসপি আ.ন.ম নিয়ামত উল্লাহ, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, হাকিমপুর থানার ওসি মো. সুজন মিঞা, পুলিশ পরিদর্শক এস এম জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, যুগ্ম সম্পাদক জুয়েল হোসেন, হিলি প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আরিফ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব সোহাগ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ।  


শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মাধ্যমে দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেছে হিলিবাসী।