অপারেশন ডেভিল হান্ট: বরিশালে পাঁচটি পাইপগান উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: বুধবার ১২ই ফেব্রুয়ারি ২০২৫ ০৮:২৫ অপরাহ্ন
অপারেশন ডেভিল হান্ট: বরিশালে পাঁচটি পাইপগান উদ্ধার

বরিশালে একটি পুকুরের পাড় থেকে পাঁচটি পাইপগান উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের খানপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) পেছন থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।


স্থানীয়রা প্রথমে পুকুরের পাড়ে বাজারের ব্যাগে মোড়ানো একটি বস্তু দেখতে পেয়ে এ ব্যাপারে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি তল্লাশি করে এর ভেতর পাঁচটি পাইপগান উদ্ধার করে।


বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ–পুলিশ কমিশনার (উত্তর) সুশান্ত সরকার দুপুর ৩টায় সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এটি "অপারেশন ডেভিল হান্ট" এর অংশ হিসেবে অভিযান চালানোর সময় ঘটেছে। তার বক্তব্য অনুযায়ী, এলাকাটি অভিযানের আওতাভুক্ত ছিল এবং অভিযুক্তরা অবৈধ অস্ত্রগুলো ফেলে চলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


এ ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা উক্ত ঘটনা নিয়ে উদ্বিগ্ন এবং পুলিশ এখনো তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে। উদ্ধার হওয়া পাইপগানগুলো বর্তমানে থানায় রাখা হয়েছে এবং পুলিশ জানায়, দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।


এদিকে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুশান্ত সরকার আরও জানান, তাদের এলাকা নিরাপদ রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।