পিরোজপুরের দুই আসনে জামায়াতের প্রার্থী সাঈদীর দুই ছেলে

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, (জেলা প্রতিনিধি, পিরোজপুর)
প্রকাশিত: শনিবার ৮ই ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৩ পূর্বাহ্ন
পিরোজপুরের দুই আসনে জামায়াতের প্রার্থী সাঈদীর দুই ছেলে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পিরোজপুরের দুটি আসনে দলটির প্রার্থী হচ্ছেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলে মাসুদ সাঈদী ও শামীম সাঈদী। পিরোজপুর-১ আসনে প্রার্থী হয়েছেন মাসুদ সাঈদী, যিনি ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। পিরোজপুর-২ আসনে মনোনীত হয়েছেন শামীম সাঈদী।  


বৃহস্পতিবার ভান্ডারিয়ার ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল এই ঘোষণা দেন। তিনি বলেন, সাঈদী পরিবারের জনপ্রিয়তা ও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার কারণে দল তাদের প্রার্থী করেছে।  


আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ১৯৯৬ ও ২০০১ সালে চার দলীয় জোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে জোট সরকার ক্ষমতায় থাকায় তিনি পিরোজপুরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন। তার পরিবারের প্রতি সাধারণ মানুষের আস্থা এবং ভালোবাসা এখনও রয়েছে বলে দাবি করেন দলের নেতারা।  


মাসুদ সাঈদী ইন্দুরকানী উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন সময়ে জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে উন্নয়নমূলক কাজ করেছেন। তার অনুগামীরা মনে করেন, তিনি বাবার মতোই আদর্শের অনুসারী ও জনগণের সেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।  


জামায়াত নেতারা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর মাসুদ সাঈদী পিরোজপুর-১ আসনের বিভিন্ন এলাকা সফর করেছেন এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য বিভিন্ন দফতরে যোগাযোগ করছেন। অন্যদিকে, শামীম সাঈদীও বেশ কয়েকটি ইউনিয়নে সফর করেছেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন।  


পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ তাফাজ্জাল হোসাইন ফরিদ বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দুই ভাইকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে এবং তারা জনগণের জন্য কাজ করতে প্রস্তুত।  


মাসুদ সাঈদী বলেন, দল আমাদের ওপর যে দায়িত্ব দিয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবো। আমাদের বাবা যেভাবে জনগণের সেবা করেছেন, আমরাও সেই পথ অনুসরণ করতে চাই। পিরোজপুরকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করে একটি উন্নত এলাকা হিসেবে গড়ে তুলতে চাই।  


তিনি আরও বলেন, পিরোজপুরের যে উন্নয়ন দৃশ্যমান, তার ৯০ শতাংশই আমার বাবার অবদান। আমরা নির্বাচিত হলে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করবো এবং উন্নয়ন কাজে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো।