
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ২১:১৭

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল ও গুরুতর অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের মেডিক্যাল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, সর্বোচ্চ পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে তার চিকিৎসা চললেও কিডনির কার্যক্ষমতা বন্ধ হওয়ায় নিয়মিত ডায়ালাইসিস চলছে।
