রামগড়ে গণঅভ্যুত্থানে শহীদ মজিদের কবর জিয়ারত করলেন নবাগত ডিসি

নিজস্ব প্রতিবেদক
আরিফুল ইসলাম মহিন -খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার ২০শে জানুয়ারী ২০২৫ ০৮:১১ অপরাহ্ন
রামগড়ে গণঅভ্যুত্থানে শহীদ মজিদের কবর জিয়ারত করলেন নবাগত ডিসি

খাগড়াছড়ির রামগড় উপজেলায়নবাগত জেলা প্রশাসক ও  বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার শহীদ মো. আব্দুল মজিদের কবর জিয়ারত করেন এবং তাঁর পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করেন। আব্দুল মজিদ ২০১৮ সালের ৫ আগস্ট বিপ্লবে শহীদ হন।


সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটে জেলা প্রশাসক শহীদ মজিদের বাড়িতে গিয়ে তাঁর কবর জিয়ারত ও দোয়া করেন। পরবর্তীতে তিনি শহীদ মজিদের পরিবার সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এসময় জেলা প্রশাসক বলেন, "শহীদ আব্দুল মজিদ দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, তাঁর পরিবারকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে, যা আমাদের নৈতিক দায়িত্ব।"


পরে বিকেল ৩টায় রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিনের সভাপতিত্বে পৌরসভা সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক এর আগমন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এ সময় জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার উপজেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, "আমরা সবাই একত্রে কাজ করলে রামগড় উপজেলার সমস্যা সমাধান সম্ভব, এবং সবার সহযোগিতায় আমরা এটি বাস্তবায়ন করবো।" পাশাপাশি, তিনি সামাজিক সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনগণের সুযোগ-সুবিধার উন্নতির জন্য অব্যাহত কাজ করার প্রতিশ্রুতি দেন।


সভায় উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. ইব্রাহিম খলিল, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন হারুন, উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি শাহ আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন, সমাজ সেবা কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ এ বি এম মোজাম্মেল হক, আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন, এলজিডি কর্মকর্তা নাইমুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি ও সাংবাদিক প্রতিনিধি নিজাম উদ্দিন লাভলু সহ সাংবাদিকরা।


নবাগত জেলা প্রশাসক এবং উপজেলার সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে এই মতবিনিময় সভায় রামগড় উপজেলার উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং স্থানীয় জনগণের কল্যাণ নিয়ে নানা দিক আলোচনা হয়।