গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সংগ্রাম চলবে: আব্দুল আউয়াল মিন্টু

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০:৩৮

শেয়ার করুনঃ
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সংগ্রাম চলবে: আব্দুল আউয়াল মিন্টু

বরিশালের সদররোডের অশ্বিনী কুমার হলে রোববার (১৯ জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবুল কালাম শাহিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এবং বরিশাল বিভাগের সাংগঠনিক টিমের প্রধান আব্দুল আউয়াল মিন্টু।

আলোচনা সভায় আব্দুল আউয়াল মিন্টু বলেন, "একতাই মানুষের শক্তি। নিজেদের মধ্যে বিভেদ ভুলে দলের ঐক্যই বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নেতৃত্ব সবসময় পরিবর্তনশীল, কিন্তু দল স্থায়ী। মহান রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমানের অবদান কোনো দিন মুছে ফেলা সম্ভব নয়। তিনি বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে শস্যভাণ্ডারে রূপান্তর করেছিলেন এবং বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন।"

তিনি আরও বলেন, "বিগত ১৭ বছর ধরে বিএনপি নেতাকর্মীরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ত্যাগ স্বীকার করেছেন। লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমাদের সংগ্রাম এখনো চলছে এবং চলবে যতদিন না গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়।"

মিন্টু বলেন, "স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম কোনো দিন ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্বে বাংলাদেশ উন্নতির পথে এগিয়ে গিয়েছিল।"

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif

আলোচনা সভায় বিএনপি নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আন্দোলন সংগ্রামের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন। নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে সদররোডে দলীয় কার্যালয়ে আসেন। মহানগর বিএনপিও একই উপলক্ষে পৃথক আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের আয়োজন করে।

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

দেশে আতঙ্কের দায় 'পরিকল্পিত গোষ্ঠীর'—অভিযোগ মির্জা ফখরুলের

দেশে আতঙ্কের দায় 'পরিকল্পিত গোষ্ঠীর'—অভিযোগ মির্জা ফখরুলের

শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশে সামগ্রিকভাবে আতঙ্ক ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দাবি করেন, একটি মহল পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি এবং একই সঙ্গে জাতীয় নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। রোববার (১৬ নভেম্বর) ঢাকার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও জাতীয় প্রেসক্লাবে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে

ক্ষমতায় এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে অগ্রাধিকার দেবে বিএনপি: মির্জা ফখরুল

ক্ষমতায় এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে অগ্রাধিকার দেবে বিএনপি: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি—জনগণের ভোটে সরকারে এলে ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্বিন্যাস এবং বাংলাদেশের ওপর ‘দাদাগিরি’ বন্ধে সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “আমরা চাই, প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক থাকবে। ১৯৭১ সালে ভারতের সহায়তার কথা

ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচনের জন্য সবাই অপেক্ষা করছে : আমীর খসরু

ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচনের জন্য সবাই অপেক্ষা করছে : আমীর খসরু

দেশের মানুষ এখন ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধিকে নির্বাচিত করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “আজকে সবাই অপেক্ষা করছে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য। নির্বাচিত সরকার এলে সাংবিধানিক, অর্থনৈতিকসহ সব ধরনের সমস্যার সমাধান হবে।” শুক্রবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম নগরের হোটেল পেনিনসুলায় চট্টগ্রাম ট্রাভেল ফোরাম আয়োজিত সেমিনারে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে

জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি—এটিএম মাসুমের হুঁশিয়ারি

জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি—এটিএম মাসুমের হুঁশিয়ারি

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম। তিনি বলেছেন, “আগে গণভোট, পরে জাতীয় নির্বাচন, না হলে নির্বাচন হবে না।” শুক্রবার (১৪ নভেম্বর) সকালে নোয়াখালী পৌরবাজারে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বাজার চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ

গণভোটে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি: জামায়াতে ইসলামী

গণভোটে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি: জামায়াতে ইসলামী

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণের প্রতিক্রিয়ায় জানিয়েছে যে, জাতীয় সংসদ নির্বাচনের দিনে একইসঙ্গে গণভোট আয়োজন জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়নি। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক সংবাদ সম্মেলনে বলেন, “জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের ঘোষণা আমাদের সংকটমুক্ত, স্বচ্ছ নির্বাচনের আশা পূরণ করতে পারেনি। জনগণের আকাঙ্ক্ষা