নওগাঁয় শহীদ পরিবারের পাশে আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: রবিবার ১৯শে জানুয়ারী ২০২৫ ০৫:১৬ অপরাহ্ন
নওগাঁয় শহীদ পরিবারের পাশে আর্থিক সহায়তা

নওগাঁয় গণঅভ্যুত্থানের শহীদ ৯টি পরিবারের প্রত্যেককে ২ লাখ টাকা করে মোট ১৮ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে জেলা পরিষদের মাধ্যমে এই চেক বিতরণ করা হয়।  


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক এএইচ ইরফান উদ্দিন আহমেদ, সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম, শহীদ ফাহমিন জাফরের মা কাজী লুলুল মাখমিন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ফজলে রাব্বী ও আরমান হোসেন বক্তব্য দেন। শহীদ পরিবারের সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।  


জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল জানান, নওগাঁ জেলার শহীদ ৯ জনের নাম গেজেটভুক্ত হয়েছে। তাদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান এবং পরিবারের প্রতি যথাযথ সম্মান নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।  


শহীদ ফাহমিন জাফরের মা কাজী লুলুল মাখমিন বলেন, এই আর্থিক সহায়তা শহীদ পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন যে, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।  


অনুষ্ঠানে উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা জানান, শহীদদের আত্মত্যাগ কোনোভাবেই ভোলা সম্ভব নয়। তাদের স্মৃতি ধরে রাখার জন্য আরও উদ্যোগ নেওয়া প্রয়োজন।  


সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম শহীদ পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের ত্যাগ আজকের সমাজকে এগিয়ে নিতে সহায়ক হয়েছে।  


শহীদ পরিবারের সদস্যরা এই আর্থিক সহায়তার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটি তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।  


নওগাঁর এই উদ্যোগ অন্যান্য জেলায় শহীদ পরিবারদের জন্য একটি উদাহরণ হিসেবে কাজ করবে বলে মনে করছেন স্থানীয়রা। শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানাতে এবং তাদের পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসনের এমন উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।