শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য আ. লীগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ৪ঠা নভেম্বর ২০১৯ ০৮:১৭ অপরাহ্ন
শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য আ. লীগ

বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান পরিচালনা করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। বাংলাদেশ সময় (৪ নভেম্বর) লন্ডনের ব্রিকলেনে কলিংউড স্ট্রিটে এ জেল হত্যাদিবস দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। 

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমানসহ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।  প্রধান অতিথির বক্তব্যে তিনি উন্নত বাংলাদেশ গড়ে তুলতে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হতে নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন। 

মাননীয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী। পরে তিনি ব্রিকলেন জামে মসজিদে ঈদ-ই মিলাদুন্নবী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং আলোচনায় অংশ নেন। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব