সরাইলে মহেন্দ্র ট্রাক্টর চালাচ্ছে শিশু-কিশোর, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: শনিবার ১১ই জানুয়ারী ২০২৫ ০৫:১৩ অপরাহ্ন
সরাইলে মহেন্দ্র ট্রাক্টর চালাচ্ছে শিশু-কিশোর, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাটিবাহী রেজিস্ট্রেশনবিহীন মহেন্দ্র ট্রাক্টর চালাচ্ছে ১১ থেকে ১৬ বছরের শিশু-কিশোরেরা। অভাব-অনটনের কারণে তারা এই ঝুঁকিপূর্ণ পেশায় জড়িয়ে পড়ছে। উপজেলার শাহবাজপুর, শাহজাদপুর, কালিকচ্ছ, চুন্টাসহ বিভিন্ন এলাকার ইটভাটায় মাটি সরবরাহের কাজে ভোর থেকে গভীর রাত পর্যন্ত ট্রাক্টরগুলো চলাচল করছে।  


এগুলোর চালকবসার স্থান অরক্ষিত হওয়ায় দুর্ঘটনার সময় চালকদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সরেজমিনে দেখা গেছে, সরাইল-নাসিরনগর সড়কের দুই পাশের ইটভাটাগুলোতে মাটি আনা-নেয়ার সময় এসব ট্রাক্টরের কারণে দুর্ঘটনা ঘটছে।  


কালিকচ্ছ বাজার এলাকায় ১৩ বছর বয়সী মহেন্দ্র চালক হোসেন জানান, দুই বছর আগে সে মহেন্দ্র চালকের সহকারী হিসেবে কাজ শুরু করে এবং এখন নিজেই চালক হয়ে গেছে। পরিবারের অভাব-অনটন মেটাতেই সে এই পেশা বেছে নিয়েছে।  


সরাইল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হাসান জানান, শিশু-কিশোরদের মহেন্দ্র চালানোর কারণে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। এসব গাড়ির কোনো রেজিস্ট্রেশন নেই। রাস্তায় পাওয়া গেলে অবৈধ গাড়িগুলো আটক করা হয়। তবে এই সমস্যা সমাধানে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজন রয়েছে।  


স্থানীয়দের দাবি, পুলিশের নজরদারি বাড়ানো ও অভিভাবকদের সচেতন করে শিশু-কিশোরদের জন্য নিরাপদ পেশার ব্যবস্থা করা জরুরি।