বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্ভাগ্যের কথা, আজকে এদেশ সম্পূর্ণ গণতন্ত্রবিহীন হয়ে পড়েছে। এদেশে আজকে মানুষের কোনো অধিকার নাই, ভোটের অধিকার নাই। সমস্ত গণতান্ত্রিক অধিকারগুলো হরণ করে নেওয়া হয়েছে। সোমবার বিজয় দিবসের সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সামনে তিনি এ মন্তব্য করেন। ফখরুল বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা পেলেও বাংলাদেশে স্বাধীনতার ‘মূল চেতনা’ আজও ‘বাস্তবায়ন হয়নি’। স্বাধীনতার মূল চেতনা ছিল ‘একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা, একটি গণতান্ত্রিক সমাজব্যবস্থা’।
খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, দীর্ঘ নয় বছর তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন আপসহীনভাবে। তিনি তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন জনগণের ভোটে। আজকে গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে নির্মমভাবে, অন্যায়ভাবে কারাগারে আটক করে রাখা হয়েছে। বিএনপি মহাসচিব আশা প্রকাশ করে বলেন, মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার চেতনায় জনগণের ঐক্যবদ্ধ প্রয়াসে এ দেশে গণতন্ত্র আবারও ‘মুক্ত’ হবে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।