কমলগঞ্জে চা শ্রমিক সমাবেশ, প্রধান অতিথি সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক
এহসান বিন মুজাহির জেলা প্রতিনিধি , মৌলভীবাজার
প্রকাশিত: শনিবার ১১ই জানুয়ারী ২০২৫ ০৪:০১ অপরাহ্ন
কমলগঞ্জে চা শ্রমিক সমাবেশ, প্রধান অতিথি সারজিস আলম

আগামীকাল ১২ জানুয়ারি, রবিবার, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগান মাঠে চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশটি বেলা ২টায় শুরু হবে এবং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। 


বিশেষ অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য দেবেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং কেন্দ্রীয় সংগঠক প্রীতম দাশ। 


এসমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মনু দলই ভ্যালির সভাপতি ধনা বাউরী। সমাবেশে চা শ্রমিকদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং জীবনমান উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। প্রধান অতিথি সারজিস আলম শ্রমিকদের সমস্যাগুলো নিয়ে বক্তব্য রাখবেন এবং তাদের উন্নতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপের ওপর আলোকপাত করবেন। 


চা শ্রমিক নেতারা জানিয়েছেন, রবিবার চা বাগান বন্ধ থাকার কারণে চা শ্রমিকরা এ সমাবেশে যোগ দেবেন এবং তাদের নানা সমস্যা তুলে ধরবেন। 


আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, সমাবেশের মূল উদ্দেশ্য হলো সকল বন্ধ চা বাগান অবিলম্বে চালু করা, শ্রমিকদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা নেওয়া এবং ন্যায্য মজুরির দাবিতে সোচ্চার হওয়া।