চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রেমিকার সাথে বিয়ে করতে না দেওয়ায় আত্মহত্যা করেছে শাহাদাত ইফাম (১৪) নামের এক এসএসসি পরীক্ষার্থী। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে মুরাদপুর ইউনিয়নের উকিলপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড পৌরসদরের দক্ষিণ মহাদেবপুর এলাকার এক এসএসসি পরীক্ষার্থী মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে শাহাদাত ইফাম। সম্প্রতি প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হলে, ইফাম তাকে বিয়ে করতে পরিবারের সম্মতি চাইলে তার পরিবার তাতে বিরোধিতা করে। পরিবারের কাছ থেকে বকাবকি শোনার পর হতাশ হয়ে ইফাম আত্মহত্যার পথ বেছে নেয়।
এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় নিয়ে আসা হয়। তবে, ইফামের বন্ধু ও পরিবারের সদস্যরা ময়নাতদন্তের বিরুদ্ধে লিখিত আবেদন করে এবং মরদেহ বিনা ময়নাতদন্তে বাড়ি নিয়ে যায়।
এদিকে, ইফামের বন্ধুরা ক্ষুব্ধ হয়ে সীতাকুণ্ড পৌরসদরের দক্ষিণ মহাদেবপুর এলাকায় প্রেমিকার বাড়িতে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের দাবি, প্রেমিকের মৃত্যুর জন্য প্রেমিকার পরিবারকে দায়ী করা হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানিয়েছেন, পরিবার থেকে বকাবকি শোনার পর শাহাদাত ইফাম আত্মহত্যা করেছে। ঘটনাটি পুলিশ তদন্ত করছে, তবে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।
এ ঘটনা চট্টগ্রামসহ সারাদেশে আলোচনার জন্ম দিয়েছে, বিশেষত তরুণদের মধ্যে প্রেম, সম্পর্ক এবং পরিবারের সাথে বোঝাপড়ার বিষয়টি নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।